গোসলের আগে এবং গোসলের সময় যেই কাজগুলো করা নিষিদ্ধ।

গোসলের সম্পর্কিত নিষিদ্ধ কাজ ও প্রয়োজনীয় মাসায়েল

আমরা জানি গোসল না করলে আমাদের যেমন শরীর থেকে বাজে গন্ধ বা চুলকানি এমন ধরণের অনেক কিছু হয় বা হতে পারে। তেমনই ইসলামিক দিক থেকে গোসলকে ফরজ এবং ওয়াজিব করা হয়েছে। তাই গোসলটা আমাদের অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে। তো আজ আমরা জানবো গোসল করা ছাড়া কি কি কাজ করা নিষিদ্ধ এবং গোসল সম্পর্কে কিছু প্রয়োজনীয় মাসলা-মাসায়েল।

গোসলের আগে এবং গোসলের সময় যেই কাজগুলো করা নিষিদ্ধ।

গোসল না করা অবস্থায় যা যা করা নিষিদ্ধ-

যার উপর গোসল ফরজ বা ওয়াজিব হয়েছে সে ব্যক্তির জন্য গোসল  না করে নিচের দেওয়া কাজগুলো করা যাবে না। যথাঃ

  • একান্ত প্রয়োজনীয়তা দেখা দিলে জুযদান কিংবা পাক-পবিত্র কাপড় দিয়ে জড়ানো ছাড়া কোরআন মজিদ স্পর্শ করতে পারবেন না।
  • পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারবে না।
  • কোন ধরনের নামায পড়তে পারবে না।
  • মসজিদে প্রবেশ করতে পারবে না।
তাই গোসল ফরজ বা ওয়াজিব হলে অবশ্যই গোসল করাটা জরুরী।

আরও পড়ুনঃ ফরজ ও ওয়াজিব কাকে বলে এবং ফরজ ও ওয়াজিব মধ্যে পার্থক্য কি?

গোসল সম্পর্কিত কতিপয় প্রয়োজনীয় মাসায়েল-

    (ক) স্বামী স্ত্রীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করালে উভয়ের প্রতিই গোসল ফরজ হবে এতে বীর্যপাত হোক বা না হোক। (হেদায়া)
    (খ) কোন মহিলা স্বীয় যোনিপথে আঙ্গুল বা এ ধরনের কোনকিছু প্রবেশ করিয়ে কৃতিম উত্তেজনার সৃষ্টি করলে বীর্যপাত হোক বা না হোক উক্ত অবস্থায় গোসল করা ফরজ হবে।    
    (গ) বীর্যপাতের সময় যদি বীর্য আটকে রাখে এবং উত্তেজনা চলে যাবার পর উক্ত বীর্য বের হয়ে থাকে, তবুও গোসল করা ফরজ হবে।  
    (ঘ) সামী-স্ত্রী রাতে একই বিছানায় শুয়েছিল সকালে ঘুম হতে উঠে বিছানা বা কাপড়ে বীর্য দেখা গেল। কিন্তু কারও স্মরণ নেই যে , কিভাবে হল এরূপ অবস্থায় উভয়ের উপরই গোসল ফরজ হবে।    
    (ঙ) সপ্নের মাধ্যমে সঙ্গম করলে দেখলো এবং পূর্ণ তৃপ্তিও পেল, কিন্তু ঘুম হতে উঠে কোনরূপ বীর্যের চিহ্ন দেখা না গেলে গোসল ফরজ হবে না।    
    (চ) গোসলে সময় চুলের এবং লোমকূপের গোড়ায় পানি পৌছানো ফরজ। তবে মহিলাদের মাথার চুলে বেনী পাকান থাকলে তা খোলা জরুরি নয়। আর যদি চুলে বেনী পাকান না থাকে তাহলে সম্পূর্ণ চুল ধৌত করতে হবে। (মুনইয়া)   
    (ছ) গোসল করার সময় কান ও নাভীর ছিদ্রসমূগে ভালোভাবে পানি পৌছাতে হবে, কারণ এসবগুলো শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। (শঃ তানঃ আছার)    
    (জ) সমস্ত শরীরের মধ্যে ইছাকৃতভাবে সামান্য চুলের গোড়া পরিমাণ স্থানও যদি শুকনা থাকে তাহলে গোসল হবে না।    
    (ঝ) দাঁতের ফাঁকে সুপারি বা অন্য কোন বস্তু আটকে থাকার ফলে উক্ত স্থানে পানি না পৌছালে গোসল শুদ্ধ হবে না।   
    (ঞ) নখ বা শরীরের কোন জায়গায় আটা, রং, চুন ইত্যাদি বস্তু লেগে শুকিয়ে গেলে সেগুলো না উঠানো পর্যন্ত গোসল শুদ্ধ হবে না।

প্রশ ও উত্তরঃ

গোসল না করে কোরআন তিলাওয়াত করা যাবে?

গোসল না করে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা যায় তবে ফরজ গোসলের ক্ষেত্রে গোসল ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারবেন না।

গোসল না করে মসজিদে প্রবেশ করা যাবে?

গোসল না করে মসজিদে প্রবেশ করা যায় তবে ফরজ গোসলের ক্ষেত্রে গোসল ছাড়া মসজিদে প্রবেশ করতে পারবেন না। কারণ ফরজ গোসল না করলে আপনি নাপাক থেকে যাবেন।

গোসল না করে নামায পড়তে পারবো?

গোসল না করেও নামায পড়তে পারবেন তবে ফরজ গোসলের ক্ষেত্রে গোসল ছাড়া নামায পড়তে পারবেন না। কারণ ফরজ গোসল না করলে আপনি নাপাক থেকে যাবেন। আর নাপাক থাকলে নামায অবশ্যই হবে না। তাই গোসল ফরজ বা ওয়াজিব হলে অবশ্যই গোসল করাটা জরুরী।

স্বামী স্ত্রীর সহবাসের সময় বীর্য না হলে কি গোসল ফরজ হবে?

স্বামী স্ত্রীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করালে উভয়ের প্রতিই গোসল ফরজ হবে এতে বীর্যপাত হোক বা না হোক। (হেদায়া)

সপ্ন দোষ হওয়ার পর যদি বীর্য বের না হয় তাহলে কি গোসল করা ফরজ হবে?

সপ্নের মাধ্যমে সঙ্গম করলে দেখলো এবং পূর্ণ তৃপ্তিও পেল, কিন্তু ঘুম হতে উঠে কোনরূপ বীর্যের চিহ্ন দেখা না গেলে গোসল ফরজ হবে না।

গোসল করা পরেও কেন গোসল শুদ্ধ হবে না?

(ক) গোসল করার সময় কান ও নাভীর ছিদ্রসমূগে ভালোভাবে পানি পৌছাতে হবে, কারণ এসবগুলো শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। (শঃ তানঃ আছার) (খ) সমস্ত শরীরের মধ্যে ইছাকৃতভাবে সামান্য চুলের গোড়া পরিমাণ স্থানও যদি শুকনা থাকে তাহলে গোসল হবে না। (গ) দাঁতের ফাঁকে সুপারি বা অন্য কোন বস্তু আটকে থাকার ফলে উক্ত স্থানে পানি না পৌছালে গোসল শুদ্ধ হবে না। (ঘ) নখ বা শরীরের কোন জায়গায় আটা, রং, চুন ইত্যাদি বস্তু লেগে শুকিয়ে গেলে সেগুলো না উঠানো পর্যন্ত গোসল শুদ্ধ হবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইসলামিক কথা সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url