ঈমানে মুজমাল কি তার বিস্তারিত

 “ঈমানে মুজমাল” কাকে বলে অর্থসহ

“ঈমানে মুজমাল” অর্থাৎ সংক্ষিপ্ত ঈমান। যে কালিমার মাধ্যমে আমরা আমাদের মনের বিষয়বস্তুটি সংক্ষিপ্ত ভাষায় প্রকাশ করে থাকি, ইসলামী শরীআতের পরিভাষায় তাকে ঈমানে মুজমাল বা সংক্ষিপ্ত ঈমান বলে।

“ঈমানে মুজমাল” কাকে বলে অর্থসহ বিস্তারিত

أمانت بالله كما هو باسٛما أه وصفاته وقبلت جميع احكامه واركانه

“ঈমানে মুজমাল” বাংলা ঊচ্চারণঃ

আমানতু বিল্লাহি কামা হুওয়া বিআসমাইহী ওয়া ছিফাতিহী ওয়া কাবিলতু জামী’আ আহকামিহী ওয়া আরকানিহী।

“ঈমানে মুজমাল” অর্থঃ

মহান আল্লাহ্‌ পাকের জাত এবং ছিফাতসমূহের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম আর মহান আল্লাহ্‌র  আদেশ-নিষেধসমূহ আমি বিনা দ্বিধায় কবুল গ্রহণ করলাম।

এতে মাত্র কয়েকটি শব্দ রয়েছে। অথচ এর ভেতরেই মানব জীবনের একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে। আন্তরিক বিশ্বাসের সাথে কোন লোক যদি উক্ত বাক্যসমূহ পাঠ করে তাহলে সে ব্যক্তি জীবনের কোন ক্ষেত্রে এবং কোন বিষয়ে মহান আল্লাহ্‌র ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না। কারণ অন্তরের সাথে সে ব্যক্তি মহান আল্লাহ্‌কে বিশ্বাস করেছে এবং আল্লাহ্‌র সকল নির্দেশাবলী মান্য করে নিয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইসলামিক কথা সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url