রুযী-রোযগার বৃদ্ধির বিশেষ আমল ও দোয়া

রুযী-রোযগার বৃদ্ধির বিশেষ আমল ও দোয়া সম্পর্কে

অনেকের চাকরি বা বব্যসার হওয়ার পর রুযী কামাই বৃদ্ধি পায় না। মানে চাকরি করলে হয় তো সেলারি বাড়ে না আর বব্যসা করলে হয় তো লাভ কম হয়। এমন সমস্যায় অনেকেই হয় তো ভুগছেন। তাই এই আমলটি করলে ইনশাল্লাহ আপনাদের সেলারি এবং লাভ অংশ বৃদ্ধি পাবে-

রুযী-রোযগার বৃদ্ধির বিশেষ আমল ও দোয়া

রুযী-রোযগার বৃদ্ধির দোয়া-


উচ্চারনঃ ইয়া রাযিক্কু।
অর্থঃ হে রিযিক্ক দানকারী।

রুযী-রোযগার বৃদ্ধির ফযীলত ও আমল-

হযরত বড়পীর সাহেব (রহঃ) বর্ণনা করেন, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাযের পর এ দোয়া পাঠ করবে অতি অল্পদিনের মধ্যে তাঁর রুযীতে অনেক বরকত হবে।

রুযী-রোযগার বৃদ্ধির নিয়ম-

তাহাজ্জুদ নামাযের পর কিবলামুখী হয়ে নামাযের অবস্থায় বসে শ্বাসকে নাভীর নিচ হতে উক্ত কালিমাটি জোরে আঘাত করবে। প্রথম আঘাত ডান জানুতে আর দ্বিতীয় আঘাত কলবের মধ্যে এভাবে ১০০ বার করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইসলামিক কথা সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url